বিনোদন

মৃত্যুর গুজবে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমনির

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পরে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।  গুজবের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এমন ভিত্তিহীন খবর ছড়ানো দায়িত্বজ্ঞানহীনের মতো।

পরীমনি বলেন, সারা দিন শুটিং শেষে ফোন হাতে নিয়ে আমি শকড।  মেসেজ আর ফোন কলের বন্যা। কেউ যদি কোনও আত্মীয়ের মৃত্যুর খবর পায়, সে তো সরাসরি তাকেই ফোন করে জানতে চায় বেঁচে আছেন কিনা।  এভাবে আমার ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধারের গুজব কীভাবে ছড়ায়!

তিনি আরও বলেন, মৃত্যুর বিষয়টি একান্তই সৃষ্টিকর্তার হাতে।  তবে অস্বাভাবিক কিছু ঘটলে তিনি চান, মানুষ যেন সেটিকে খুন বলে ধরে নেয়।  আমি লাইভে কথা বলছি, অথচ দাবি করা হচ্ছে আমার মরদেহ উদ্ধার হয়েছে। কোনও একটি ইস্যু থেকে দৃষ্টি সরাতেই বারবার আমাকে ব্যবহার করা হচ্ছে।  আলুর দাম কমাতে না পেরে আমার বিয়ের গুজব, আর এবার একেবারে মৃত্যু। 

লাইভে আক্ষেপ করে পরীমনি বলেন, আমি সুইসাইড করার মতো মানুষ নই। https://www.facebook.com/share/v/15PRCqbGyY/জীবনে এমন কোনও সংকট নেই।  আমার দুই সন্তান ও কাজ নিয়ে আমি খুশি।  তাই এই সুখের সময়টায় গুজব ছড়িয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা দয়া করে বন্ধ করুন।

লাইভের শেষ দিকে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গ আড়াল করতেই হয়তো মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। 

তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে দেশে কি চলছে আপনারা জানেন।  সেটা কতটা কাম্য, সেটাও প্রশ্ন। এসব আলোচনায় ছেদ আনতেই কি না, আমি জানি না, কিন্তু এমন গুজব ছড়ানো হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরীমনি #মৃত্যুর গুজন