ফুটবল

মেসির সাথে সম্পর্ক কেমন জানালেন রোনালদো

শ্রেষ্ঠত্বের বিচারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা কখনোই একমতে পৌঁছাতে পারেন না। ভক্তদের বৈরী সম্পর্ক থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই তারকার সম্পর্ক আসলে কেমন। 

স্প্যানিশ এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন রোনালদো।  সেখানে পর্তুগিজ মহাতারকা বলেন মেসির সঙ্গে তার কখনো খারাপ সম্পর্ক ছিল না।  মানুষ যা ভাবে, আমাদের সম্পর্ক তার উলটো। 

এর আগেও ২০২৩ সালে এক সংবাদ সম্মেলনে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, মেসির সঙ্গে তাঁর সম্পর্কে ঘৃণার অস্তিত্ব আছে কি না।  সেই উত্তরে আল নাসর তারকা বলেছিলেন, রোনালদোকে যারা ভালোবাসে, তাদের মেসিকে ঘৃণা করতে হবে না। আমরা দুজনেই খুব ভালো, ফুটবলের ইতিহাস পাল্টে দিয়েছি।

একটা সময় মেসি ও রোনালদোর লড়াই দেখা ছিলো নিয়মিত ব্যাপার।  স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদে রোনালদো আর বার্সেলোনায় মেসি থাকতে তাঁদের প্রতিদ্বন্দ্বিতায় বিভক্তও হয়ে পড়েছিল ফুটবলভক্তরা। তাদের দুই দশকের প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসেরই অন্যতম এক অধ্যায়।

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন #মেসি #রোনালদো