আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করল কানাডা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছবি: সংগীত

মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় এসেই  কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। শনিবার(১ ফেব্রুয়ারি)  থেকে এটি কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসনের  এই অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিতে প্রথমবারের মতো ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়ে ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের  বিরুদ্ধে  যুক্তিসঙ্গত প্রতিশোধ নেবে কানাডা। তবে কীভাবে প্রতিশোধ নেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে শুক্রবার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো। এসময় ট্রুডো বলেন, ‘আমি বিষয়টিকে হালকাভাবে দেখাতে পারি না। সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতি কঠিন সময় পার করবে। আমি জানি, কানাডিয়ানরা চিন্তিত। তবে আমি তাদের জানাতে চাই, ফেডারেল সরকার তাদের সমর্থনে রয়েছে।

কানাডার রপ্তানির ৭৫ ভাগই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। অটোয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ও কাছের মিত্র ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে সেই সম্পর্কে ভাটা পড়তে পারে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।

ওই বৈঠকে কানাডিয়ান প্রধানমন্ত্রী  আরও বলেন, ‘আমরা যেমনটা চাই তেমনটা হচ্ছে না। এ বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমাদের চাওয়া নয়। তবে ট্রাম্প যদি তার কথায় অটল থাকেন তাহলে আমরাও ব্যবস্থা নেব।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন জাস্টিন ট্রুডো | ট্রাম্প