অর্থনীতি

আবারও বাড়লো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দু দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে এক সভায় নতুন করে এ দাম নির্ধারণ করেছে বাজুস। স্বর্ণের নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্বনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা।

নতুন এ বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরী ৬ শতাংশ যুক্ত হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণ