ফুটবল

শেফিল্ড ইউনাইটেডে অভিষেকেই ম্যাচসেরা হামজা

লেস্টার সিটিতে থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে নাম লিখিয়েছেন হামজা চৌধুরী। এখনো বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা এই ফুটবলার শেফিল্ডে অভিষেকেই হয়েছেন ম্যাচ সেরা।

শেফিল্ড অভিষেকে বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেওয়া বল আটকে দেওয়া) করেছেন দুবার। বিপরীতে ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড় হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি।

শনিবার ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের ১০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড। ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়েই রইল শেফিল্ড।

 

 

    

এ সম্পর্কিত আরও পড়ুন শেফিল্ড | হামজা