আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, একটি জাতীয় সরকার গঠন, শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একইসঙ্গে আগামী ৬ এবং ১০ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনটির নেতারা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, বিপ্লব পরবর্তী সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ছিল যারা আন্দোলনে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসন করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে পুরোপুরি ব্যর্থ, কারণ আহতদের এখন চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য রাজপথে নামতে হচ্ছে। সামান্য সহযোগিতার জন্য আন্দোলন করা এই সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতা।
পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী ১০ ফেব্রুয়ারি সারা দেশের জেলা, উপজেলা থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও হাসিনার দোসরদের এখনও বিচার করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিপ্লবীদের ওপর হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো।
জেএইট