দেশজুড়ে

চালকের কানে হেডফোন, চাকায় পিষ্ট চার বছরের শিশু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা চাপায় দিগন্ত দাস নামের চার বছরের এক স্বহিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থান এ দুর্ঘটনাটি ঘটে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোন রকম প্রশিক্ষণ ছাড়া তাইজুল বিশ্বাস (১৩) নামের এক কিশোর সড়কে অটো নিয়ে বের হয়। এসময়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তিনি। রাস্তায় মায়ের সাথে থাকা  শিশু দিগন্তর সামনে ব্রেক করলে ভয়পেয়ে লাফ দিয়ে দিগন্ত গাড়ির চাকার নিচে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় শিশুকে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নিয়ে আসার আগেই শিশুর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

এদিকে শিশুর বাবা দীপক সাহা অভিযোগ করেন, স্থানীয় নিজাম খান, তসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ তার ভাইয়ের বিষয়টি মীমাংসা করার জন্য তাকে চাপ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বকুল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় প্রতিবেদকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে এলাকাবাসীর চাপে তিনি মীমাংসার বিষয়টি স্বিকার করেন।

ওসি আসাদুর রহমান জানান, শিশুর বাবা বাদী হয়ে সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন গলাচিপা