বাংলাদেশ

মহাসড়ক ছাড়ল তিতুমীরের শিক্ষার্থীরা, রাত ১১ টায় সংবাদ সম্মেলন

বায়ান্ন প্রতিবেদন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থেকে সরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে তাঁরা সেখান থেকে সরে আছেন। তবে কলেজের সামনের সড়ক এখনো অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার গণমাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মহাখালী থেকে গুলশান যাওয়া-আসার সড়ক এখনো বন্ধ রয়েছে

তবে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে

এর আগে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না- শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর মহাখালী অবরোধ করেন তারা অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়

 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন তিতুমীর