বিয়ে ছাড়াই শারলিন চোপড়ার মা হওয়ার গুঞ্জনের মধ্যেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী টিনা দত্ত।
সারোগেসি বা সন্তান দত্তক নেয়ার মাধ্যমে মা হতে চান ৩৩ বছর বয়সী এই বাঙালি ললনা।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-আইএএনএসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাতকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ এর এক প্রতিবেদনএ তথ্য জনিয়েছে।
ওই সাক্ষাতকারে অভিনেত্রী তার এই ইচ্ছা প্রকাশ করে বলেন, সুস্মিতার মা হওয়ার বিষয়টি তাকে সাহস জুগিয়েছে।
বর্তমান সময়ে বিয়ে না করে সন্তান ধারণ কার্যত অস্বাভাবিক কিছু নয়। বলিউডের বহু তারকা বিয়ে না করেই মা কিংবা বাবা হয়েছেন। বিবাহিত, অবিবাহিত বা সম্পর্ক নির্বিশেষে।
বলিউড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিয়ে না করে মা হওয়ার পর্ব বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত থেকেই শুরু। তারপর বলিউড পরিচালক করণ জোহর, অভিনেত্রী সুস্মিতা সেন ও হালের শারলিন চোপড়া। তবে অভিনেত্রী শারলিন এই বিষয়টি এখনও অফিসিয়ালি খোলসা করেননি।
পশ্চিম বাংলার টলিউডে সুম্মিতা ছাড়া এই নজির বড় একটা নেই। ডিভোর্সের পরে সিঙ্গেল পেরেন্ট হিসেবে সন্তান মানুষ করছেন অনেক টলিউড তারকা, তবে বিয়ে না করে একাই সন্তান নেওয়ার পরিকল্পনা কিংবা সাহস কেউই দেখাতে পারেননি এখনো।
ব্যতিক্রম সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত। সম্প্রতি বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করে বেশ চর্চায় রয়েছেন এই বাঙালি অভিনেত্রী।
আইএএনএসকে দেওয়া সাক্ষাতকারে টিনা বলেছেন তিনি সুস্মিতা সেনের মত হতে চান। সুস্মিতা বিয়ে না করেই দুটি কন্যা সন্তানকে দত্তক নিয়ে মানুষ করেছেন।
তিনিও তেমনটাই করতে চান। টিনার বাবা-মার এ বিয়টিতে মত আছেন বলেও তিনি জানান।
টলিউড এবং বলিউডে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। তবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন হিন্দির উত্তরণ সিরিয়াল থেকে। অভিনয়ে টিনার কেরিয়ার শুরু হয় পাঁচ বছর বয়সে সিস্টার নিবেদিতা শো দিয়ে।
এক বছর পর, তিনি শিশু শিল্পী হিসেবে ‘পিতামাতা সন্তান’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। টিনা দত্ত ১দশ নম্বর বাড়ি’ ও ‘সাগরকন্যা’সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বেশ কয়েকটি বাংলা টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন যার মধ্যে একটি খেলা । দত্ত ঋতুপর্ণ ঘোষের ছবি চোখ বালিতে ঐশ্বরিয়া রাই-এর সাথে অভিনয় করেছিলেন।
২০০৫ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান এবং সাইফ আলি খান অভিনীত ‘পরিণীতা’ সিনেমায় ললিতার চরিত্রে অভিনয় করেন।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি টিভি শো বিগ বস-১৬ সিজনে অংশগ্রহণ করেন। ওই সিজনে তিনি বাড়িতে ১১৯ দিন কাটানোর পর অষ্টম স্থানে এসে বিদায় নেন।
টিনা দত্ত বিগ বস-১৬ সিজনের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী ছিলেন।
টিনা দত্ত মূলত ভারতের হিন্দি সিরিয়ালের নায়িকা হিসেবে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। হিন্দি সোপ অপেরা ‘উত্তরণ;-এ ইচ্ছা সিং বুন্দেলা চরিত্রে অভিনয় করেন টিনা দত্ত।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উত্তরণ সিরিয়ালে অভিনয় করে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পান। তিনি স্টান্ট-ভিত্তিক রিয়েলিটি শো ফিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি-৭ তে অংশগ্রহণ করেন।
কেরিয়ারে একটার পর একটা সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে কিন্তু একেবারেই সুখ পাননি টিনা দত্ত। পাঁচ বছর ধরে এক প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।
তবে লিভ-ইন সম্পর্কে থাকা অবস্থায় একাধিক বার শারীরিক এবং মানসিকভাবে প্রেমিকের হাতে হেনস্থা হতে হয়েছে তাকে।
সকলের সামনেও তাকে অপমান করতেন তার সেই প্রেমিক। তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন টিনা। এখন টিনার ইচ্ছে, তিনি আর কোনো সম্পর্কে জড়াবেন না। বিয়েও করবেন না। তিনি সারোগেসির মাধ্যমে মা হবেন।
আইএএনএসকে দেওয়া সাক্ষাতকারে টিনা দত্ত বলেন, ‘আমি সুস্মিতা সেনের মতো মহিলাদের প্রশংসা করি। আমার বাবা-মা, একটি ছোট শহর এবং একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা সত্ত্বেও, সবসময় প্রগতিশীল ছিলেন।
আমি সারোগেসি বা দত্তকের মাধ্যমে সন্তান নিতে চাইলেও, তাঁরা কখনও আমার বিরোধিতা করবেন না। আমি যদি মনে করি, নিজের এবং আমার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি, একটি শিশুরও যত্ন নিতে পারব তাহলে বাবা-মা সমর্থন করবেন।
সেই দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করার কোনও দরকার নেই।"
এমআর//