গত সাড়ে ৪ মাসে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তবে এই ২৩টি হত্যাকাণ্ডের তদন্তে একজনকেও সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার প্রমাণ পায়নি পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘মৃত্যুর বিষয়টি সরকার অস্বীকার করছি না। যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা সকারের দায়িত্ব। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, কোনও সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতা বা এ ধরনের কোনও আলামত পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য। আর বেশির ভাগ মামলার তদন্ত চলমান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ১৭৪ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়েছে বলে তারা জানিয়েছেন। কিন্তু কোনও সংবাদ মাধ্যম এসব ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে আওয়ামী লীগের হরতাল ও লিফলেট বিতরণ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা— তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে
তিনি বলেন, প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। সরকার এগুলো নিয়ে কাজ করছে।
আই/এ