আন্তর্জাতিক

সুইডেনের স্কুলে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: গেটি ইমেজ

সুইডেনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৫ জন আহত হয়েছেন। স্কুলটি সুইডেনের মধ্যাঞ্চলের ওরেব্রো শহরে অবস্থিত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সুইডেন পুলিশ জানায়, অপারেশনটা হয়তো এখনো চলছে। গুরুতর অপরাধ সন্দেহ করে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এই ঘটনাটি রিসবার্গস্কা স্কুল ফর অ্যাডাল্টস এ ঘটেছে। এটি এমন একটি স্কুল, যেখানে মূলত বয়স্করা পড়াশোনা করেন। এখানে অন্যান্য স্কুলের ক্যাম্পাসও যুক্ত রয়েছে। 

পুলিশ আরও এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্রসংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেয়া হচ্ছে না।  

আঞ্চলিক স্বাস্থ্য পরিচর্যা পরিচালক জোনাস ক্লাসেন বলেন, আহত পাঁচ জনকে স্থানীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। বাকি ৪ জনের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সুইডেন | স্কুল | বন্দুকধারী