দেশজুড়ে

শাহবাগে সড়ক অবরোধ, থমকে গেছে যান চলাচল

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর তারা সড়কে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি শহিদ পরিবারের ন্যায্য দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নেন শহিদ পরিবারের সদস্যরা। তাদের এ অবরোধের কারণে সায়েন্সল্যাব থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং কাকরাইল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন শাহবাগ | সড়ক অবরোধ