আন্তর্জাতিক

গাজার অধিগ্রহণ পরিকল্পনা থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অঞ্চলের অধিগ্রহণ এবং মালিকানা করার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, গাজা উপত্যকায় সেনা মোতায়েনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয় বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি  ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া দরকার। তার মানে এই নয়-গাজার মাটি মার্কিন সেনাদের বিচারণ ও তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে।

এর আগে,গেলো মঙ্গলবার হোয়াইট হাউসে ইাসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ডোনা্ল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করে এর মালিকানা নেবে এবং এর উন্নয়ন করবে। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প