ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে গাজা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার এক বক্তব্য গাজায় জাতিগত নির্মূল এড়াতে ট্রাম্পকে আহ্বান জানান তিনি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, সমাধান খুঁজতে গিয়ে সংকট আরও ঘনীভূত করা উচিত হবে না। যে কোনও রকম জাতিগত নিধন এড়াতে হবে। দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে আমাদের স্থির থাকতে হবে।
অ্যান্তোনিও গুতেরেস সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক সাংবাদিকদের বলেন, মহাসচিবের বক্তব্যকে ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবেই দেখা যেতে পারে।
ডুজারিক বলেন, ওই বৈঠকের আগে গুতেরেস জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে গাজা ও সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
জাতিসংঘে ফিলিস্তিন কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর কমিটির বৈঠকে জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় আব্দুল্লাহ আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন।
ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীয় প্রস্তাবকে সমর্থন করে আসছে। এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি ও ইসরাইলিরা স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে পাশাপাশি দুই রাষ্ট্রে বসবাস করবে।
এমআর//