রাজনীতি

ঢাবিতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

ছবি: সংগৃহীত

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে র‍্যালি বের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। র‍্যালিটি মৎস্য ভবন ও প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়।

র‌্যালিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম,প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

র‍্যালিতে সংগঠনটির নেতাকর্মীরা নারূয়ে তাকবিরআল্লাহু আকবার’, ‘শুভ শুভ শুভ দিনশিবিরের জন্মদিন’, ‘আল কোরআনের আলোঘরে ঘরে জ্বালো’ ‘দিল্লি না ঢাকাঢাকা ঢাকাইত্যাদি স্লোগান দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবিতে | ছাত্রশিবিরের | প্রতিষ্ঠাবার্ষিকীর | র‍্যালি