খেলাধুলা

ফাইনালে রেকর্ড গড়া জুটিতে চিটাগাংয়ের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ফাইনাল ম্যাচের প্রথম ইনিংস ছিল চমকপ্রদ! ফরচুন বরিশালের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করেছে চিটাগাং কিংস। ওপেনিংয়ে নামা খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন মিলে জুটি গড়ে তোলেন। যে জুটি বিপিএল ফাইনালের উদ্বোধনীতে সর্বোচ্চ রানের জুটি হিসেবে রেকর্ড গড়ে।  পারভেজ ও নাফির জুটিতেই ১২১ রান সংগ্রহ করে চিটাগাং।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে দলটি।

মিরপুরে এমন এক মঞ্চের জন্যই হয়তো প্রস্তুত ছিলেন ইমন। তার সঙ্গে যুক্ত হন পাকিস্তানের নাফি। দুজন মিলে পাওয়ারপ্লেতেই ৫৭ রান তোলেন। পারভেজ প্রতিপক্ষ বোলারদের মামুলি বানিয়ে দেন। নাফিও যেন একই মিশন নিয়ে নামেন। দুজনের ১২১ রানের জুটি যখন ভাঙে, তখন ১২ ওভার ৪ বল।

নাফি ২৩ বলে ৪৪ রান করেন। যে ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। পারভেজ ছিলেন অপরাজিত ৪৯ বলে ৭৮ রান নিয়ে। তার ইনিংসে ছিল ৬ টি চার ও ৪ টি ছক্কা।

নাফি ফেরার পর ক্রিজে আসেন গ্রাহাম ক্লার্ক। বরিশালের বোলারদের একই ধাঁচে শাসন করতে থাকেন ক্লার্ক। তিনি ফিরেছেন ইনিংসের শেষ ওভারে রানআউট হয়ে। তার ব্যাটে আসে ২৩ বলে ৪৪ রান। ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। সেই ওভারে আর তেমন কিছু ঘটেনি, শামীম পাটোয়ারী এসেও বিদায় নিয়েছেন। হোসেন তালাত এসে দুই বল খেলে কোনো রান নিতে পারেননি, অপরপ্রান্তে থাকা ইমন স্ট্রাইক পাননি।

কিছুটা আফসোস হয়তো ছিল, দলীয় দুইশো হয়নি চিটাগাংয়ের। তবুও ফাইনালে এই রান প্রতিপক্ষকে চাপে ফেলবে নিশ্চিতভাবেই।

ফরচুন বরিশালের পক্ষে বল হাতে মোহাম্মদ আলী ১ টি, ইবাদত হোসেন ১ টি উইকেট সংগ্রহ করেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফরচুন বরিশাল | চিটাগাং কিংস | পারভেজ হোসেন ইমন