দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এই জয়ে বড় অবদান রাখেন কেইন উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকার ৩০৪ রানের বিপরীতে খেলতে নেমে তিন নম্বরে ব্যাট করতে আসেন উইলিয়ামস। ৭২ বলে শতক হাঁকিয়ে ১১৩ বলে ১৩৩ রানের অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে।
২ ম্যাচের দুটোই জিতে মোট ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় ফাইনাল নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। একটি করে ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনো পয়েন্ট পায়নি। জয়ের মুখ না দেখলেও রান রেটে এগিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে পাকিস্তান।
বুধবার করাচিতে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। শুক্রবার করাচিতে ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৪/৬ (ব্রিটকজে ১৫০, মুল্ডার ৬৪, স্মিথ ৪১; হেনরি ২/৫৯, ও’রুর্কি ২/৭২, ব্রেসওয়েল ১/৪৩)।
নিউজিল্যান্ড: ৪৮.৪ ওভারে ৩০৮/৪ ( উইলিয়ামসন ১৩৩*, কনওয়ে ৯৭, ফিলিপস ২৮*; মুথুসামী ২/৫০, ইথান ১/৩৩, ডালা ১/৪৭)।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।