মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার রদ করে সই করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে দেশটির তৃতীয় একটি ফেডারেল আদালত।
স্থানীয় সময় সোমবার(১০ ফেব্রুয়ারি) নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জোসেফ এন ল্যাপলান্ট এ রায় ঘোষণা করেন। গেলো সপ্তাহে সিয়াটল ও মেরিল্যান্ডের ফেডারেল আদালত পৃথকভাবে একই রায় দিয়েছিলেন।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের দায়ের করা মামলায় দাবি করা হয়, ট্রাম্পের আদেশ সংবিধানকে লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যবোধকে পালটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন বাবা-মার সন্তানরা যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীন নয়, তাই তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী নেই।
এমআর//