বিনোদন

প্রেমে সিলমোহর রাশমিকার! বিজয়ের সঙ্গে বিয়ে সময়ের অপেক্ষা?

বায়ান্ন বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা ছবি: সংগৃহীত

তেলেগু, কন্নড় ও তামিল  ভাষার অসংখ্য হিট ছবি উপহার দিয়ে এবার বলিউড কাঁপাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।  আর এই অভিনেত্রীর প্রেমে দক্ষিণী সিনেমার আরেক সুপারস্টার বিজয় দেবরকোন্ডা।

কয়েক বছর ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেতো তাদের প্রেমের সম্পর্কের কথা। তাদের দুজনের হাত ধরে দুবাইয়ের সড়কে হাঁটার দৃশ্য  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরও সম্পর্ক নিয় দু’জনই মুখে কুলুপ এটেছেন।  

সম্প্রতি রাশমিকাকে  বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বিজয় স্পস্টভাবে বলে দিয়েছেন, ‘এসব গুঞ্জন বন্ধ হোক’!

তারপরও যা রটে তাতো কিছু বটেই। বিজয় দেবরকোন্ডা না বললেও রাশমিকা আর ব্যাপারটা আড়াল করতে চাইছেন না। প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা ইঙ্তি দিয়েছেন অভিনেত্রী।

মাকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে বিজয় দেবরকোন্ডার পূণ্যস্নান এর ঠিক আগেই তাঁর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

ভারতের সংবাদমাধ্যম কলকাতা টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রোববার মায়ের সঙ্গে কুম্ভ মেলায় এসেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। মা মাধবীকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, বিজয় পরে রয়েছেন একটি জাফরান রঙের ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা। মাথা নিচু করে জোড় হাত করে ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইছেন তিনি।

অভিনেতার পাশে মা মাধবীকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনিও কমলা রঙের একটি সালোয়ার স্যুট পরে হাতজোড় করে প্রার্থনা করছিলেন ঈশ্বরের থেকে।

রাশমিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বেশ কিছুকাল ধরে বিজয় দেবরকোণ্ডা। গত কয়েক মাস ধরে তাদের দুজনকে নিয়ে বেশ কিছু খবর ভাইরাল হয়েছে।

 

তারপরেই বিজয়কে ইঙ্গিত করে প্রেমের কথা কিছুটা স্বীকার করে নিয়েছেন রশমিকা।

তাই  নেটিজেনদের অনেকেই বলছেন,  তবে কি রাশমিকার সঙ্গে বিয়ের প্রস্তুতি এভাবেই পূর্ণ স্নানের মাধ্যমে সারলেন নায়ক!  অনেকেই বলছেন, তাদের বিয়ে শুধু সময়ের অপেক্ষা!

প্রসঙ্গত, ২০১৫ সালে ঋষব শেঠি পরিচালিত কন্নড় হাস্যরসাত্মক প্রণয়ধর্মী ‘কিরিক পার্টি’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রাশমিকা মান্দানা।

২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র ইয়াজামানা–তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। 

২০২২ সালে বলিপাড়ায় পা রাখেন এই নায়িকা।  পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তার। 

২০২৩ সালে বারিসু, মিশন মজনু ও এনিম্যাল নামে তিনটি মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন মন্দানা। 

২০২৪ সালে মন্দানা মারপিটধর্মী ধারাবাহিক চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল–এ শ্রীভাল্লী চরিত্রে অভিনয় করেন।

‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে।

হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। তাই দম ফেলার সময় নেই নায়িকার।

অন্যদিকে, বিজয় দেবরকোন্ডা হচ্ছেন একজন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক যিনি মূলত তেলুগু ছবিতে কাজ করেন। তিনি তেলুগু সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন বিজয় | রাশমিকা