অর্থনীতি

রমজানে ১৫টাকা কেজিতে চাল দিবে খাদ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

আসছে রমজান মাসে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এসব জানান।

আলী ইমাম মজুমদার বলেনরমজান মাসকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে এই কর্মসূচির আওতায়।

তিনি আরো বলেন, ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল বিনামূল্যে পাবে। চাল বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে কিন্তু জেলা প্রশাসকেরা এর প্রধান তদারকি করবেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আসছে ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।’

তিনি আরো বলেন, ‘ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।’

 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন ও খারাপ নির্বাচন, দুইটাই হয়েছে প্রশাসনের হাত ধরে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন খাদ্য উপদেষ্টা | চালের দাম | রমজান | রমজানে বাজার