খেলাধুলা

পাকিস্তানে উড়ছে সব দেশের পতাকা, নেই কেবল ভারতের!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আসছে ১৯ ফেব্রুয়ারি। পাকিস্তান জাতীয় স্টেডিয়াম করাচিতে উড়ছে ৭ দলের পতাকা। একটি দলের পতাকা দেখা যাচ্ছে না। সেই দলের নাম ভারত। 

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদে বাকি সব পতাকা উড়ছে।

এমন দৃশ্য ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় বিভিন্ন মহলে। কী কারণে ভারতীয় পতাকা সেখানে নেই, তা অনুমান করা যায়। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে কম নাটকীয়তা হয়নি।

এবারের মূল আয়োজক দেশ পাকিস্তান, যা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু ভারত পাকিস্তানে যাবে না বলে সিদ্ধান্ত নেয়। এর সমাধান হিসেবে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। ভারতের ম্যাচগুলো হবে আমিরাতের দুবাইয়ে। এই ঘটনা হওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে আরও একাধিক ঘটনাই ঘটেছে। দুই দেশের সাবেক ক্রিকেটাররাও নানারকম মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী নিয়ে।

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই পুরনো। দুই দেশের খেলা দেখতে দর্শকে ঠাসা থাকে স্টেডিয়াম। এরমধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক বৈরিতাও রয়েছে। সবমিলিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | চ্যাম্পিয়নস ট্রফি | ভারত | পতাকা