রাজধানীর উত্তরায় দুই তরুণ-তরুণীকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। সেই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা দুজন চিৎকার করছিল। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।
এ ঘটনায় আহত ভুক্তভোগীরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে একটি রিক্সায় ধাক্কা দেন কয়েকজন তরুণ। সেই ঘটনার প্রতিবাদ করেন অন্য একটি মোটর সাইকেলে থাকা মেহেবুল হাসান ও নাসিফা ইফতি দম্পতি। কথা কাটাকাটির এক পার্যায়ে ফোন করে আরও দুইজনকে ডেকে আনে সেই তরুণরা। তারা এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে দম্পতিকে।
গ্রেফতার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।