যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার উদ্দেশ্যে দুই ইসরাইলি পর্যটককে গুলি করেছে এক স্থানীয় বাসিন্দা। মিয়ামি পুলিশ বিভাগ জানায়, ফিলিস্তিনি ভেবে দুই ব্যক্তিকে গুলি করেন তিনি।
গেলো রোববার (১৬ ফেব্রুয়ারি) মর্দেচাই ব্রাফম্যান নামের ২৭ বছর বয়সী এই তরুণকে মিয়ামি বিচে দুই ব্যক্তিকে গুলি করার অভিযোগে গ্রেফতার করে মিয়ামি পুলিশ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ব্রাফম্যান গুলি করার দায় স্বীকার করে জানিয়েছে সমুদ্র সৈকত দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে দেখে ফিলিস্থিনি মনে হওয়ায় হত্যার উদ্দেশ্যে তাদের গুলি করেন তিনি। তবে পরে দেখা গেছে, ভুক্তভোগী দুই ব্যক্তি আসলে ইসরাইলি পর্যটক, তাঁরা ফিলিস্তিনি নন।
ব্রাফম্যানের ছোড়া গুলি এক ব্যক্তির কাঁধে ও অপর ব্যক্তির হাতে লাগায় প্রাণে বেঁচে যান তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলা হয়েছে।
মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ফিলিস্তিনিবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে।
এমএ//