জনদুর্ভোগ

দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

বায়ান্ন প্রতিবেদন

ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার ও আশেপাশের কিছু এলাকায় লাইন মেরামতের কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘন্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন গ্যাস সরবরাহ