সাতক্ষীরা সদর উপজেলার নুনগুলা গ্রামে এক নারী তার দুই মাস বয়সী সন্তানকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেছেন। এ সময় বাধা দিতে গেলে নিজের মাকেও নির্মমভাবে হত্যা করেন তিনি। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নুনগুলা গ্রামের মৃত খোদাবক্স মেম্বারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শান্তা (২৫) প্রথমে তার শিশুকন্যা আশরাফিকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেন। শিশুটিকে বাঁচাতে গেলে তার মা হোসনে আরাকেও (৬৫) লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন শান্তা। এ ঘটনার পর শান্তা পাশের বাড়িতে গিয়ে নিজেই স্বীকার করেন যে, তিনি তার মা ও মেয়েকে হত্যা করেছেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তাকে হেফাজতে নেয়। তবে কী কারণে তিনি এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয়রা আরও জানান,সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার আজহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। গতকাল তিনি স্বামীর সঙ্গে মেয়ে আশরাফিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে তার স্বামী চলে যান। এরপর দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ