জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার সব পথ যেনো মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। খালি পায়ে প্রভাত ফেরী করে ফুল হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফুটতেই মানুষের এ ঢল নামে কেন্দ্রী শহীদ মিনারে।

ছোট ছোট শিশুরাও আসছে বাবা-মায়ের হাত ধরে। সবার কণ্ঠে ছিলো ভাষা নিয়ে নানা আবেগ। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে একুশ হোক প্রেরণা। প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার। একইসঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা।

 কেন্দ্রীয় শহীদ মিনারে পলাশী মোড় দিয়ে প্রবেশ করছেন সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তাদেরকে বের হতে হচ্ছে চাঁনখারপুল ও কার্জন হল এলাকা দিয়ে।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনএরপরে  রাত ১২টা ১২মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

এরপর প্রধান বিচারপ্রতি সৈয়দ রেফাত আহমেদ শ্রদ্ধা জানান।  তারপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের পর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এরপর তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন শহীদ মিনার