চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছে। প্রোটিয়াদের ইনিংসে এসেছে ১ টি সেঞ্চুরি ও ৩ ফিফটি।
ওপেনার রায়ান রিকেলটন ৭ চার ও ১ ছক্কায় ১০৩ রান করেছেন। আরেক ওপেনার টনি ডি জর্জি ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন ১১ বলে ১১ রানে।
জর্জি ও টেম্বা বাভুমার উইকেট দুইটি নিয়েছেন মোহাম্মদ নবী। বাভুমা ফিরেছেন ৫ বাউন্ডারিতে ৭৬ বলে ৫৮ রানে। রাসি ভ্যান ডার ডুসেন ৪৬ বলে ৫২ রানে বিদায় নেন, তার ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা। ডুসেনের উইকেট নিয়েছেন স্পিনার নুর আহমাদ।
এইডেন মার্করাম ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। উইয়ান মালডার ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। ডেভিড মিলার ১৪ ও মার্কো জানসেন শূন্য রানে বিদায় নেন।
এমএইচ//