দেশজুড়ে

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন।

এ পুলিশ কর্মকর্তা জানান,  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, এ ঘটনায় নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও গোপালগঞ্জ জেলা সদরের গোবরা এলাকার মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন গোপালগঞ্জ