বিনোদন

জাপানে ‘সাবা’ নিয়ে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠিতব্য ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এ উৎসবে প্রদর্শনের জন্য মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আসছে ১৭ ও ২২ মার্চ এটি প্রদর্শিত হবে।

আসছে ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী এই উৎসব। এখানে এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শন করা হবে। ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে জার্মানিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে থাকা নির্মাতা মাকসুদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘যখন আমরা কাজ শুরু করি, তখন এটি ছোট একটি সিনেমা হিসেবে ভেবেছিলাম। তবে আমাদের প্রধান লক্ষ্য ছিল মৌলিক গল্প বলা এবং সিনেমার মধ্যে ভিন্নতা রাখা।’

‘সাবা’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে সাবা এবং তার মা শিরিনের সম্পর্ক নিয়ে। এই সম্পর্কে নতুন বাঁক নিয়ে আসে অঙ্কুর নামের এক তরুণ, যার কারণে সাবার জীবনে বড় পরিবর্তন আসে।

সিনেমার মূল অর্থাৎ সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া, সাবার মা শিরিনের চরিত্রে রোকেয়া প্রাচী এবং অঙ্কুর চরিত্রে মোস্তফা মনোয়ার অভিনয় করেছেন।

 

এডিটেড/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন ওসাকা এশিয়ান ফিল্ম | মেহজাবীন চৌধুরী | বার্লিন চলচ্চিত্র উৎসবে