বেশ কয়েকটি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স সুপারস্টার রিয়েলিটি শোয়ের মাধ্যমে। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, মৌসুমি হামিদ,বিদ্যা সিনহা মীম কিংবা মেহজাবীন চৌধুরীসহ অনেক তারকারই শোবিজ জগতে প্রবেশ করেছে এই প্রতিযোগিতার মাধ্যমে।
অর্ধ যুগেরও বেশি সময় ধরে তারকা গড়ার এই রিয়েলিটি শো-টি বন্ধ রয়েছে। তবে ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর, সাত বছর বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এরইমধ্যে অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
২০০৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার। যেখানে সেরা সুন্দরী হিসেবে খেতাব পান শানারেই দেবী শানু। এরপর বিভিন্ন বছরের প্রতিযোগিতায় উঠে আসেন তুমুল জনপ্রিয়তা পাওয়া তারকারা, যারা আজও আলোচনার শীর্ষে রয়েছেন। এই রিয়েলিটি শো তাদেরকে দিয়ে নতুন মাত্রায় কাজ শুরু করে এবং তারা এখন নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতাটি ২০১০ পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হলেও এরপর কিছুটা বিরতিতে চলে যান। ২০১২ সালে এক বছরের বিরতির পর আবার শুরু হলেও ২০১৪ সালে এক পর্ব হওয়ার পর প্রায় চার বছর বিরতি ছিল। সর্বশেষ ২০১৮ সালে মীম মানতাসা সেই শো’তে বিজয়ী হন।
তারপর থেকে আর কোনও আয়োজন হয়নি এই শো’য়ের। তবে এবার ৭ বছর পর নতুন করে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
৬ মে থেকে শুরু হওয়া লাক্স সুপারস্টার রেজিস্ট্রেশন চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা লাক্স বাংলাদেশ ফেসবুক পেজে দেওয়া লিংকে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। রিয়েলিটি শোয়ের ফরমেটে এবার কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে অ্যাক্টিং ও স্টাইলিংয়ের পাশাপাশি কনটেন্ট মেকিংয়ের যোগ্যতাও সমান গুরুত্ব পাবে।
এবারের আয়োজনে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা রায়হান রাফী। তাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন বিদ্যা সিনহা মীম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা।
লাক্স সুপারস্টারের প্রমোশনাল ভিডিওতে মেহজাবীন চৌধুরী এক স্মৃতিচারণে বলেন, ২০০৯ সালে যখন আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন সত্যিই আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে নতুন করে সাহস দিয়েছে। এবার যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো।
জানা গেছে, দ্রুতই আয়োজকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত ঘোষণা করবেন।
এসকে//