আন্তর্জাতিক

বিক্রির কোনো পণ্য নয় গাজা, হামাসের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকা বিক্রির কোনো বস্তু নয়।  গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে হামাস।

স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সৌদি গণমাধ্যম আল-হাদাথকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে যে কোনো আলোচনা শুরুর আগে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ২২ লাখ ফিলিস্তিনিদের মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলকে এ বিষয়ের হালনাগাদ তথ্য জানানো হচ্ছে।  

মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীদের সংখ্যা ১০ লাখ নির্ধারণ করা হয়েছে।

তবে লিবিয়ার সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #গাজা #ইসরাইল