চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মাঠের কন্ডিশন বলছে, আবহাওয়া ম্যাচ খেলার জন্য বেশ ভালো। চমৎকার রোদ আছে, তবে গরম কিছুটা বেশি। এই মাঠে ২৭০ লড়াই করার মতো স্কোর হিসেবে জানিয়েছেন বিশ্লেষকরা।
এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে টানা ১২ ম্যাচে টস হারল ভারত। যা এখন পর্যন্ত ওয়ানডেতে টানা টস হারের বিশ্বরেকর্ড।
ভারতীয় পেসার মোহাম্মদ শামি প্রথম ওভারে ৫ টি ওয়াইড দিয়েছেন, এসেছে ৬ রান। এখন পর্যন্ত ৪ ওভার খেলে ২২ রান স্কোরবোর্ডে তুলেছে পাকিস্তান দল।
ক্রিজে আছেন ইমাম উল হক ও বাবর আজম। দুজনেই দেখেশুনে ভারতীয় বোলারদের মোকাবিলা করছেন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফখর জামান। তার বদলি হিসেবে দলে এসেছেন ইমাম। বাবরের ওপর আলাদাভাবে নজর রাখবে, আশা রাখবে পাকিস্তান সমর্থকরা।
দুই দলই নিজেদের শক্তিমত্তার সেরা একাদশই মাঠে নামিয়েছে।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।
এমএইচ//