খেলাধুলা

পাঞ্জাবের ৪৪ টি কারাগারে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

আইসিসি ইভেন্টে আকাঙ্ক্ষার জায়গায় থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ, রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারত ও পাকিস্তানের সেই ম্যাচ চলছে। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচ ঘিরে দর্শকদের বিপুল চাহিদা রয়েছে। শুধু মাঠের দর্শক নয়, মাঠের বাইরের দর্শকদেরও একইরকম চাহিদা।

জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন কারাগারে আজ ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। অর্থাৎ কারাগারে থাকা আসামীরা দুই দেশের ম্যাচ উপভোগ করতে পারছেন।

রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালা জেলসহ মোট ৪৪ টি কারাগারে ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের নেপত্থ্যে আছেন পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগাল। তিনি পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে (কারা) এ সম্পর্কিত সকল নির্দেশনা দিয়েছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের সবশেষ খবর অনুযায়ী, ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২৬ রানে অবস্থান করছে পাকিস্তান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | কারাগার