চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের শুরুর মুহূর্ত ভুলে যেতে চাইবেন মোহাম্মদ শামি। লম্বা চোট শেষে ভারতের জার্সিতে ফিরেছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই মাঠে ফিরেছেন। দুবাইতে আজ টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান। আর প্রথম ওভারটি করেন শামি।
শামি ভুলে যেতে চাইবেন এই ওভার। কারণ এই পেসার মোট ৫ টি ওয়াইড দিয়েছেন। তার এই ওভারটি শেষ করতে ১১ টি বল করতে হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে প্রথম ওভার করতে এসে ৫ টি ওয়াইড দেয়া একটি রেকর্ড। এই টুর্নামেন্টে এর আগে প্রথম ওভারে এতগুলো ওয়াইড দেয়নি কোনো বোলার।
চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি ওয়াইড দেয়ার রেকর্ড জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারার। তিনি এক ওভারে দিয়েছেন ৭ টি ওয়াইড।
এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জাসপ্রীত বুমরাহ ৯ বলে ওভার শেষ করেছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এখন পর্যন্ত ৬ ওভার বল করে কোনো উইকেট না নিয়ে ২৩ রান দিয়েছেন শামি।
এমএইচ//