জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন-সিডিইউ ও সিএসইউ। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন জানায়, পার্লামেন্টের মোট ৬৩০টি আসনের মধ্যে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে সিডিইউ ও সিএসইউ জোট। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯টি আসনে জয়ী হয়েছে ডানপন্থী দল এএফডি। ১১৯ আসনে জয় পেয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎজের ক্ষমতাসীন এসপিডি। ৯০ আসনে গ্রিন দল, সর্বোচ্চ ৬২টি আসনে জয় ছিনিয়ে নেয় দি লিংকে।
নির্বাচনে জিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিখ
এরইমধ্যে বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ সরকার গঠনে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে চরম রক্ষণশীল দল এএফডির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সে।
এসময় ফ্রিডরিখ মেৎর্সের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জার্মানির জনগণ ওলাফ শলৎজের নেতৃত্বাধীন মধ্য-বাম সরকারের নীতি প্রত্যাখ্যান করেছে।
নিজস্ব সামাজিক যোগযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই জার্মানির জনগণ এত বছর ধরে প্রচলিত সাধারণ এজেন্ডাবিহীন, বিশেষ করে জ্বালানি এবং অভিবাসন বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে। জার্মানির জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’
এছাড়া, জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ফ্রিডরিখ মেৎর্সকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এমএ//