আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বেসামরিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে তিনি এ দাবি জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা হতো না। দেশের এই অবস্থায় ওনার নিজ থেকে পদত্যাগ করা উচিত। প্রধান উপদেষ্টার এখন বলা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ।’
তিনি বলেন, সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। চালকদের সর্তকভাবে গাড়ি চালাতে হবে, যাতে করে কোন দুর্ঘটনা না ঘটে।
নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের আরও সর্তক হওয়ার আহ্বান জানিয়ে ঢালিউডের এক সময়কার জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। চালকদের সর্তকভাবে গাড়ি চালাতে হবে, যাতে করে কোন দুর্ঘটনা না ঘটে।
সমাবেশে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবি উপস্থিত ছিলেন।
এমআর//