আন্তর্জাতিক

৫০ লাখ ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আকাঙ্ক্ষা বিশ্বজুড়ে প্রবল। এই চাহিদাকে মাথায় রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ লাখ ডলারের বিনিময়ে ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন, যা বসবাসের অনুমতি ও নাগরিকত্বের পথ সুগম করবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নতুন এ নীতির ঘোষণা দেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ৫০ লাখ ডলারের বিনিময়ে এই কার্ড কেনা যাবে। এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন এই কার্ড বিক্রি শুরু হলে ১০ লাখ কার্ড বিক্রির সম্ভাবনা রয়েছে। এটি দ্রুত যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পরিশোধে সহায়তা করতে পারে।

ওভাল অফিসে তিনি বলেন, ‘আমরা গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধা থাকবে এবং এটি আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এটি কিনে যুক্তরাষ্ট্রে আসবেন, প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ৫০ লাখ ডলারের বিনিময়ে এই কার্ড দেব। এটি কিনলে গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে এবং নাগরিকত্ব পাওয়ার পথও সহজ হবে।’

কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে গোল্ড কার্ড বিক্রি শুরু হবে। তবে এ জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

বর্তমানে ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রাম এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পান। ১৯৯০ সালে চালু হওয়া এই প্রোগ্রামটি মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য তৈরি হয়েছিল।

ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ইবি-৫ কর্মসূচি ‘অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ’। তাই এটি বাতিল করে গোল্ড কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে।

প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে,  বিশ্বের শতাধিক দেশে ধনী বিনিয়োগকারীদের জন্য ‘গোল্ডেন ভিসা’ ব্যবস্থা চালু রয়েছে। এই ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করে সেই দেশে বসবাসের অনুমতি পান। অনেক দেশে এটি নাগরিকত্বের পথও সুগম করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনাল্ড ট্রাম্প | গোল্ড কার্ড | যুক্তরাষ্ট্র