রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় মোঃ ইকবাল হোসেন (৪০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তেরা। এসময় আরেকজন আহত হয়েছেন। গেল মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী ) রাতে এই হত্যাকান্ড ঘটানো হয়। নিহতের স্ত্রী কুলসুম বলেছেন, পূর্বশত্রুতার কারণেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, রাতে বিবির বাগিচা এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে ইকবালকে কুপিয়ে আহত করা হয়। এ অবস্থা দেখে মোঃ. জাহিদ হাসান রাজু (৩০) নামে মুদি দোকানের কর্মচারী এগিয়ে গেলে তাঁকেও গুলি করে আহত করে দূর্বত্তেরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে।
নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ইকবালের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভাড়া থাকতেন।
এসকে//