রাজনীতি

দেশের স্বার্থ রক্ষায় কারও চোখের দিকে তাকাব না: জামায়াত আমির

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা প্রতিবেশী দেশকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও এমন কিছু চাপিয়ে দেবে না, যা বাংলাদেশের মানুষের জন্য অসম্মানজনক। যদি এমন কিছু ঘটে, তাহলে দেশের স্বার্থ রক্ষায় আমরা কারও চোখের দিকে তাকাব না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হব। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু! এ দেশে যে জন্ম নিয়েছে, সেই গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের ভাগ-বাটোয়ারা কোনো ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নই।’

তিনি আরও বলেন, ‘অতীতে স্বৈরাচারী শাসকরা জাতিকে বিভক্ত করে মুখোমুখি দাঁড় করিয়েছিল। কিন্তু যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।’

২০২২ সালের পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নিহত ৭২ জন হিন্দু সম্প্রদায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘তোমাদের আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলাম। যতদিন বেঁচে থাকব, সেই অনুভূতি নিয়েই বেঁচে থাকব, ইনশাআল্লাহ।’

ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘দেশে কেউ বেকার থাকবে না। আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

এছাড়া ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে চাই। এখানে গডফাদার, গডমাদার বা মাফিয়া চক্রের কোনো স্থান থাকবে না। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই।’

পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী রতন চন্দ্র রায়ও সভায় বক্তব্য রাখেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন জামায়াত আমির | ভারত