দেশজুড়ে

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো সিলেট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

ভারতে উৎপত্তি হলেও ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ, মিয়ানমার, ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও ছড়িয়ে পড়ে। গভীর রাতে ঘটনার কারণে অনেক মানুষ তা টের পাননি, তবে সিলেট জেলার ও সিটি করপোরেশন এলাকার কিছু নাগরিক তা অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়েছেন।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কাছাকাছি এবং শিলংয়ের ডাউকি ফল্টের নিকটবর্তী হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটারশক ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট | ভূমিকম্প | ৫.৩ মাত্রার ভূমিকম্প