বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আগামীকাল নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া দলের নাম জাতীয় নাগরিক পার্টি। সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
গেলো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
জানা যায়, দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন। মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটোওয়ারী। এছাড়া উত্তারঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন হাসনাত আবদুল্লাহ।
তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।
আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
আই/এ