আন্তর্জাতিক

ভারতে তুষারধসে বরফের নিচে আটকা ২৫ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-তিব্বত সীমান্তে  তুষারধসে বরফের নিচে আটকা পড়েছে ২৫ নির্মাণ শ্রমিক। শুক্রবার উত্তরাখন্ডের মানা গ্রামে নির্মাণ শ্রমিকদের একটি শিবিরে এই ঘটনা ঘটে। এসব শ্রমিক রাস্তা নির্মাণের কাজ করছিলো।         

জেষ্ঠ্য জেলা কর্মকর্তা সন্দীপ তিওয়ারি বিবিসিকে জানান, ৩২ জন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাতের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান,  ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশসহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স ও জরুরী সহায়তাকারী দলও পাঠানো হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | তুষারধসে