দেশজুড়ে

সড়কে গাছ ফেলে অন্তত '৪০টি' গাড়িতে ডাকাতি

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে বাস ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় অন্তত তিনজন আহত হন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ রাত ২টায়  সড়কে গাছের গুড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদলের সদস্যরা। এ সময় ট্রাক ও মাইক্রোবাস আটকে যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয় তারা। বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় তিনজন আহত হন।'

তিনি বলেন, ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

স্থানীরা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতেরা। এতে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ অন্তত ৪০ টি গাড়ি আটকা পড়ে। ধারালো অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবু জানিয়েছে, রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাওয়ার জন্য বেশ কিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা | ডাকাতি | বাস ট্রাক