খেলাধুলা

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও, ফিরলো মাত্র ১ পয়েন্ট নিয়ে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অবশেষে সত্য হলো দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যতবাণী। গেলো ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে দলের হেড কোচ ফিল সিমন্স ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এই টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ করতে নয়, বরং চ্যাম্পিয়নস হওয়ার জন্য যাচ্ছেন তারা।

তবে এবি ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ‘শিরোপা জয় তো দূরের কথা, টুর্নামেন্টে নকআউট পর্বে খেলতে পারবে না বাংলাদেশ দল।’

সত্যি হয়েছে ডি ভিলার্সের প্রেডিকশন। গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো বাংলাদেশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্যর্থতা গ্লানি নিয়ে দেশে ফিরেছেন তারা।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন।

দ্বিতীয় ম্যাচেও দেখা যায় একই চিত্র। ২৩৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচ ছিলো পাকিস্তানের সাথে। তবে বৃষ্টির কারণে টসই হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১ পয়েন্ট করে পায় দুই দল। 

চ্যাম্পিয়নস ট্রফির এই আসরে ৩ ম্যাচ খেলে বাংলাদেশ দলে মোট অর্জন ১ পয়েন্ট। পাকিস্তানেরও সমান পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | বাংলাদেশ দল | টাইগার | পাকিস্তান