ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর অবস্থানে যাবে বিজিবি বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। তিনি বলেন, ভারতের নাগরিকদের বাংলাদেশ সম্মানের সাথে ফেরত দেয়, তবে ভারত তা করে না।
শনিবার (১ মার্চ) দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের পর যথাযথ সম্মান দিয়ে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেটা কতটুকু আর করা যাবে, যদি তারা না করে।’
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টির প্রাধান্য এক নম্বরে ছিল।’
জেনারেল আশরাফুজ্জামান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হয়েছে। সেই ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ সদরদপ্তর থেকে শুরু করে সবখানে বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু অপরপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’
মহাপরিচালক বলেন, অবৈধ অনুপ্রবেশ হোক আর যাইহোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান না। আরও যদি একটি (হত্যা) করা হয় আমরা পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাবো।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত তৈরি হওয়া উত্তেজনা নিয়ে তিনি জানান, কেউ যদি মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না করে, তার নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে বিজিবি তৈরি আছে।
এমএ//