বিনোদন

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন রুনা খান

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রুনা খান অসংখ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে শারীরিক গঠনে পরিবর্তন ও উষ্ণ ফটোশুটের কারণে আলোচনায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সেই ছবিগুলো বেশ চর্চিত।

কিছুদিন আগে অভিনেতা সম্রাটের সঙ্গে তার একটি ক্লিপ বেশ ভাইরাল হয়। তা নিয়ে আলোচনা সমালোচনাও হয় অনেক। সোশ্যাল মিডিয়ার এ ধরনের নেগেটিভিটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেন রুনা খান।

তিন বলেন, কারো ব্যক্তিগত কিছু অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায়ভার তারকাদের নয়।

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার দায় শুধু সেটুকুই, যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডল থেকে শেয়ার করছি।’

তিন আরও বলেন, ‘আমি যেহেতু এ দেশের একজন পরিচিত মুখ, কে কোথা থেকে, আড়াল থেকে, পেছন থেকে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করল, সে দায় একেবারেই আমার নয়।’

২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু।

এছাড়া ২০১৭ সালে হালদা, ২০১৯ সালে সাপলুডু ও আলো মেঘের ভেলাসহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। হালদা চলচ্চিত্রের অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান।   

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রুনা খান | ভাইরাল ভিডিও | হালদা