ক্রিকেট

সাবেকদের টুর্নামেন্টে খেলবেন সাকিব

টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও টেস্ট ও ওয়ানডে থেকে এখনো অনুষ্ঠানিকভাবে বিদায় নেননি সাকিব আল হাসান।  তবুও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলবেন তিনি।

আগামী ১০ মার্চ ভারতে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব।  এশিয়ান স্টারসের এক্স পোস্টে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়।  

রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে তামিম ইকবালও। জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। যে দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল।

এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত।

পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব