চট্রগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাকে সংঘবদ্ধ এক দল যুবক গতকাল রাতে মারধর করেছেন। মাদক সেবনে বাধা দেওয়ায় তার ওপর পরিকল্পিত হামলা করে দলটি। এসময়ে পুলিশের ওই উপ পরিদর্শেক মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও গতকাল রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে পতেঙ্গা থানার টহল টিমের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলী দেখতে পান চরপাড়াঘাট এলাকায় কিছু স্থানীয় যুবক মাদক (গাঁজা) সেবন করছেন। সেখানে গিয়ে তিনি যুবকদের জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবকেরা ভুল স্বীকার করে ক্ষমা চান। এসআই ইউসুফ আলী তাঁদের সতর্ক করে ছেড়ে দেন।
আধা ঘণ্টা পর বেশ কিছু লোককে সঙ্গে নিয়ে পতেঙ্গা সৈকতে ফিরে আসেন ভুল স্বীকার করা দুই যুবক। এই সময় এসআই ইউসুফ আলী তাঁর সঙ্গে থাকা টহল গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। যুবকেরা এসে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই?’ এরপর মুহূর্তের মধ্যেই এসআই ইউসুফ আলীর ওপর আক্রমণ শুরু করেন। এলোপাতাড়ি মারধর করা হয় তাঁকে। ইউসুফ আলীর কাছ থেকে ওয়াকিটকি সেট, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পতেঙ্গা থানার পুলিশ এসআই ইউসুফ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতে অভিযান চালিয়ে তাফসীর ইমাম ও মো. সাইমন নামে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় দ্রুত বিচার আইনে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলীর থেকে ছিনিয়ে নেয়া ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে। ওই দুইজনের নির্দিষ্ট কোনো পেশা নেই। তারা বখাটে প্রকৃতির।
আই/এ