বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কাতারের মোকাবেলার আগে দুটি অনুশীলন ম্যাচের প্রথমটি খেলতে আজ মাঠে নামবে সফরকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দোহার আল আজিজিয়াহ বুটিক (সুপার ক্লাব পিচ-২) মাঠের ওই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার আর্মি ফুটবল দল।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে আসন্ন ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেড় ঘন্টা অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে দশটায় শেষ হয় অনুশীলন। এরপর সকাল ১০.৪০ টা থেকে ১১.১০ টা পর্যন্ত এস্পায়ার ফুটবল একাডেমীর জিমে ঘাম ঝড়ায় বাংলাদেশ দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুত্রে এ কথা জানা গেছে।
৩০ মিনিটের জিম সেশন শেষে কালকের ম্যাচের জন্য দারুন ভাবে উজ্জীবিত ছিলেন খেলোয়াড় ও কর্মকর্তারা। দলের মধ্যে নেই কোন ইনজুরি সমস্যা। সফরকারী বাংলাদেশ দলকে সার্বক্ষণিক দেখভাল করছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি ও দূতাবাস কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
সফরের দ্বিতীয় অনুশীলন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লুসাইল স্পোর্টস ক্লাব। আগামী ২৮ নভেম্বর আল আজিজিয়াহ বুটিক (সুপার ক্লাব পিচ-১) মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অনুশীলন ম্যাচ।
এস