ঢাকা জেলার ধামরাই উপজেলা'র দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ চুল্লি ও ইট প্রস্তুতকারী যন্ত্রপাতি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (০১ মার্চ) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবস্থিত এইচ এম ব্রিক্স ও ডিবিসি ব্রিকসে নামের দুটি অবৈধ ইট ভাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রৌশন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।
হাইকোর্ট এর আদেশ অনুসারে ঢাকা জেলা প্রশাসন অবৈধ ভাবে গড়ে উঠা সকল অবৈধ ইট ভাটা বন্ধে ব্যবস্থা নিচ্ছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক জানান, ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ অনুযায়ী ধামরাইয়ে সকল শ্রেণীর অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধসহ স্থাপনা ভেঙে দেয়া হবে।
আই/এ